একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
২০১৬ সালের অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগে আইসিটিতে দায়ের করা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে তখন সাতজন নিহত হয়। এর আগে গুম করা হয। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর সময় নির্ধারণ করা হয়েছে। সেই সময়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি করেন, নিহত সবাই জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত। তারা নব্য জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।