Web Analytics

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, থানা থেকে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এসব অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীরা ভোটারদের ভয় দেখিয়ে ভোটদান থেকে বিরত রাখতে পারে। শনিবার সকাল ১১টার দিকে লোহাগাড়ার গ্রান্ড মাশাবী রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাজমুল মোস্তফা আমিন জানান, তাদের কাছে খবর রয়েছে কিছু গোষ্ঠী ভোটকেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নিচ্ছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দেশ ও জাতির স্বার্থে অস্ত্র উদ্ধারের আহ্বান জানান। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য এসএম ছলিম উদ্দিন চৌধুরী, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, ফজলুল কবির ফজলুসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তার বক্তব্যে নির্বাচনী নিরাপত্তা ও প্রশাসনিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!