এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এটিএম আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তির অধিকার পেয়েছেন। একজন মানুষকে কোনোভাবেই রাজনৈতিক বিরোধিতার কারণে বিচারের প্রহসনের মধ্য দিয়ে যেন জীবন দিতে না হয়, সেই বিষয়ে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, হাসিনার আমলের তৈরি করা আদালত বিরুদ্ধমতের ব্যক্তিদের সন্দেহাতীতভাবে তাদের অপরাধকে উত্থাপন করাতে না দিয়ে, বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের দিকে ধাবিত করেছেন। আখতারের দাবি, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম চলছে, এতে সত্যিকারার্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হবে। তিনি বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাড় করানোর অর্থ নেই। অভিযোগ করেন, নির্বাচিত সরকারের ওপর সংস্কার প্রক্রিয়ার দায়িত্ব দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।