Web Analytics

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খালেদ সাইফুল্লাহ বলেছেন, তাঁর দল আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী। শনিবার সকালে কমলনগর উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী শরিয়াহ আইন সমর্থন করলে ভোটের এক দিন আগেও বৃহৎ ইসলামি জোট গঠনের সম্ভাবনা রয়েছে। তবে জামায়াত শরিয়াহ আইন চালু না করে এবং হিন্দু সম্প্রদায়ের প্রার্থীকে দলীয় প্রতীক প্রদান করায় ইসলামী আন্দোলন তাদের সঙ্গে একমত হতে পারেনি।

তিনি আরও বলেন, দুর্নীতি রোধে প্রথমে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে, যাতে ছোট দুর্নীতিবাজরা ভয় পায়। তাঁর দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল যারা আল্লাহর আইনে সম্পূর্ণ বিশ্বাসী। যারা ইসলামী আন্দোলনের সঙ্গে জোট করতে চান, তাদের ইসলামী রাষ্ট্র গঠনে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যারা রাষ্ট্রক্ষমতার লোভে শরিয়াহ মানবে না, তাদের মুসলিম রাষ্ট্র মেনে নেবে না।

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন মাওলানা আব্দুর রহমান মাহমুদী ও মুফতি শরীফুল ইসলাম।

Card image

Related Memes

logo
No data found yet!