জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, তিনটি প্রহসনের নির্বাচনের নামে একদলীয় শাসন কায়েম করে রাজনীতিকে অকার্যকর করে দিয়েছিল আওয়ামী লীগ। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে। আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে রোডম্যাপ ঘোষণা করেছে, তা সফলভাবে বাস্তবায়ন করতে সকল দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনই এখন জাতির অগ্রাধিকার।