বিএনপির নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীন যে নির্বাচন ব্যবস্থা, যেটা অতীতে ছিল না। সেটা খুব প্রয়োজন। স্বাধীন বিচার বিভাগ থাকলে কোনো সরকার ইচ্ছে করলেই ফ্যাসিবাদী হতে পারবেনা। এ্যানি বলেন, অত্যাচার, মানসিক চাপ সৃষ্টি করে আমাদের মত রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। এটার বাইরেও অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার ছিল। সর্বশেষ জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন। আমরা পালিয়ে বেরিয়েছি, বাসা-বাড়িতে থাকতে পারি নাই। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের আবহ তৈরি হয়েছে। প্রসঙ্গত, আজ বিস্ফোরক আইনের মামলায় এ্যানিসহ নয়জনকে খালাসের রায় দেন আদালত।