আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনালাপ বিদেশি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার আসামিপক্ষের আবেদন খারিজ করেছে। প্রসিকিউশন উপস্থাপিত ওই কল রেকর্ড জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে কারফিউ জারি ও উসকানির অভিযোগের মামলার অংশ হিসেবে জমা দেওয়া হয়েছিল। বিচারপতি মো. গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রোববার এই আদেশ দেন এবং আগামী মঙ্গলবার আসামিদের অব্যাহতির আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেন।
শুনানিতে আসামিপক্ষ যুক্তি দেয় যে, বিদেশি বিশেষজ্ঞ দিয়ে ভয়েস রেকর্ড যাচাই করলে সত্য উদঘাটন সম্ভব হবে। তবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান, আইনে এমন সুযোগ নেই এবং আবেদনটি নাকচ করেন। আদালত বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের প্রসঙ্গেও জানায়, বার কাউন্সিলের অনুমতি ছাড়া সিদ্ধান্ত দেওয়া যাবে না।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিপক্ষের সময় চাওয়ার বিরোধিতা করেন এবং বিলম্বের অভিযোগ তোলেন। ট্রাইব্যুনাল শেষবারের মতো দুই দিন সময় দিয়ে ৬ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে।