বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর ও ১৭টি আবেদন নামঞ্জুর করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে মোট ৪৩টি আপিলের শুনানি হয়, যার মধ্যে ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, বাতিল মনোনয়নের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর এবং একই বিষয়ে ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া বৈধ মনোনয়নের বিরুদ্ধে করা ৪টি আপিলও নামঞ্জুর হয়েছে। কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শনিবার ও রবিবার ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬৪৫ পর্যন্ত এবং অপেক্ষমাণ আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
মোট ৬৪৫টি আপিল আবেদন ইসিতে জমা পড়েছে। গত ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনি এলাকায় ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেছিলেন।