Web Analytics

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি মো. রেজাউল করিমের বেঞ্চ সোমবার (২৪ নভেম্বর) এ আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। চলতি বছরের ২৯ আগস্ট ‘মঞ্চ ৭১’ সংগঠনের আয়োজিত এক আলোচনাসভা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। মামলাটি শাহবাগ থানার উপপরিদর্শক মো. আমিরুল ইসলাম দায়ের করেন। অভিযোগে বলা হয়, ওই সভায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দেশকে অস্থিতিশীল করার ও অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন। একই মামলায় এর আগে লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্না জামিন পেয়েছিলেন। সভায় উপস্থিত ৭০–৮০ জনের মধ্যে ১৬ জনকে পুলিশ আটক করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।