যশোরে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই কামাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঞা জানান, লিটন গাজী অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি স্বীকার করেছেন যে এর আগেও কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।