Web Analytics

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও ১২ জন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগে বিচার শুরির নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর এ আদেশ দেওয়া হয়। অভিযোগগুলো আওয়ামী লীগ সরকারের সময় জেআইসি সেল বা ‘আয়নাঘর’-এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পর্কিত।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পাঁচটি অভিযোগ উপস্থাপন করে বিচার শুরির আবেদন করেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু খালাসের আবেদন জানান। ১৩ আসামির মধ্যে ডিজিএফআইয়ের তিন সাবেক পরিচালক বর্তমানে আটক আছেন, আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ কয়েকজন পলাতক রয়েছেন।

এই মামলাটি বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এ বিচার প্রক্রিয়া রাষ্ট্রীয় দায়বদ্ধতা ও অতীতের নিপীড়নের বিষয়ে নতুন আলোচনার সূচনা করতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!