দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া-করটিয়া রেলস্টেশন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে স্টেশনটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে পাকশি বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শতশত স্থানীয় মানুষ এই ঐতিহাসিক মুহূর্তে অংশ নেন।
বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামে ২০১০ সালের দিকে নির্মিত স্টেশনটি নাম ও প্রশাসনিক জটিলতায় এতদিন বন্ধ ছিল। স্থানীয়রা জানান, স্টেশনটি চালু না থাকায় সরকারের কোটি টাকার সম্পদ অকেজো অবস্থায় পড়ে ছিল। এখন তিন উপজেলার কয়েক লাখ মানুষ এই রেলসুবিধা পাবেন।
রেলওয়ে মহাপরিচালক জানান, প্রাথমিকভাবে একটি ট্রেন চলবে, পরবর্তীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ আরও ট্রেন যুক্ত করা হবে। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে। স্থানীয়রা করটিয়া অঞ্চলের সড়ক উন্নয়ন ও আন্তঃনগর ট্রেন থামানোর দাবি জানিয়েছেন।