কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় কারাগারে থাকা এক বন্দি ও বিদেশে থাকা এক প্রবাসীকে আসামি করা হয়েছে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশীদ আলম বাদী হয়ে ৩৯ জন আওয়ামী লীগ নেতাকর্মী ও ৫০–৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কিশোরগঞ্জ–পাকুন্দিয়া মহাসড়কে গাছ ফেলে অবরোধের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার ২৯ নম্বর আসামি আবু হানিফা ৩১ জুলাই থেকে জেলা কারাগারে বন্দি, অথচ তাকে ১৪ নভেম্বরের অবরোধ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। অপর এক আসামি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান, ২৩ অক্টোবর থেকে বিদেশে আছেন। বাদী স্বীকার করেছেন, রাতের অন্ধকারে ভুলবশত কয়েকজনের নাম যুক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করা হবে না।