সোমবার সকাল নয়টার দিকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড নামের গার্মেন্টস শ্রমিকরা। পরে বেলা ৩টার দিকে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে ও জলকামান দিয়ে পানি ছিটিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। তবে মহাসড়ক ছেড়ে দিলেও বর্তমানে আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। পুলিশ বলছে, তিন মাস ধরে বেতন পাচ্ছে না শ্রমিকরা। মালিকপক্ষ কয়েকবার তারিখ নির্ধারণ করলেও বেতন দিতে পারেনি। বাধ্য হয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছেন শ্রমিকরা।