লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু হলেও ভোটারদের মধ্যে তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। আগের মতো পোস্টারে ভরা নির্বাচনি মাঠের পরিবর্তে এবার দেখা যাচ্ছে পোস্টারবিহীন প্রচার। বিকেলে সীমিত মাইক ও কিছু ফেস্টুনে প্রচার সীমাবদ্ধ রয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জেএসডি, ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের প্রার্থীরা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রচারমুখর মাঠ এখন ফাঁকা। প্রার্থীরা হাতমাইক ও লিফলেটের মাধ্যমে প্রচার চালাচ্ছেন, কিন্তু কোথাও ঝুলন্ত পোস্টার নেই। স্থানীয় শিক্ষক ও ভোটাররা মনে করছেন, পোস্টার নির্বাচনি সৌন্দর্য নষ্ট করলেও ভোটের আমেজ তৈরি করে, যা এবার অনুপস্থিত।
নির্বাচন কমিশনের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ সুমন জানিয়েছেন, এবারের নির্বাচনে প্রচারে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমিত মাইক ব্যবহার করা যাবে, ফেস্টুনও সীমিত থাকবে, এবং পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো যাবে।