চবি কেন্দ্রীয় মসজিদের এক গণইফতার কর্মসূচিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি বলেছেন, শিবির নিজের ঘাম-শ্রম দিয়ে কালেকশন করে ইফতারের আয়োজন করে। এসব আমাদের নিত্যদিনের প্রোগ্রাম। আমরা কোনো দলাদলি, মারামারি করি না বরং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ কাজ করি। সেক্রেটারি আরও বলেন, পলিটিক্স আমাদের শুধুমাত্র একটি পাঠ, আমরা একজন শিক্ষার্থীকে নৈতিকতা, জ্ঞান, সততা এবং দেশপ্রেমিক করে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে নিয়জিত করি।