নবাবগঞ্জ উপজেলার নয়ারকান্দি এলাকায় পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহত মো. জাফর অভিযোগ করেন, প্রায় এক মাস আগে স্থানীয় আওয়ামী লীগপন্থিরা একটি মিথ্যা মামলা দিয়ে আমার বাবা ও ভাইসহ কয়েকজনকে পুলিশে ধরিয়ে দেয়। রোববার জামিনে মুক্ত হয়ে তারা বাসায় ফেরার পর একজন চুল কাটাতে বের হলে ১৫ থেকে ২০ জন আওয়ামী সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।