Web Analytics

প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় ১২ দলীয় জোট জানিয়েছে, এ বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে। বারবার তা প্রমাণিত হয়েছে। জোটটি অভিযোগ করেছে, প্রধান উপদেষ্টা নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। ১২ দলীয় জোট বলছে, ড. মুহাম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মারপ্যাঁচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না। পদত্যাগের নাটক করেও পারবেন না। জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন।’ এছাড়া জোটটি উপদেষ্টা পরিষদের দেশের ইতিবাচক আন্দোলনে অংশগ্রহণ থাকা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছে।

Card image

Related Memes

logo
No data found yet!