Web Analytics

বাধ্যতামূলক অবসরে থাকা পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা মামলায় বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বগুড়ার দ্বিতীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি দায়ের করেন বগুড়া শহরের নিশিন্দারা শাহপাড়ার জাহিদুর রহমান তোফা, যিনি অভিযোগ করেন যে মিলন ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। একই মামলায় মিলনের স্ত্রী ও বগুড়া-১ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত বছরের আগস্টে তার বিরুদ্ধে একাধিক মামলা হলে তিনি আত্মগোপনে যান। হামিদুল আলম মিলন মহানগর, রেঞ্জ ও সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তদন্তে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।