Web Analytics

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সর্বাত্মক সাইবার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন। তিনি তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে দমন করার আহ্বান জানান। নাগরিক সেবার খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়মিত হালনাগাদ ও জনবল দক্ষতা বৃদ্ধির নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠানগুলোর সাইবার প্রস্তুতি মূল্যায়নে রেটিং পদ্ধতি চালুর প্রস্তাব দেন এবং আর্থিক খাতে সাইবার অপরাধ প্রতিরোধে বিচার বিভাগের পাশাপাশি জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন। বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং আরও কিছু প্রতিষ্ঠান যুক্ত করার পরামর্শ দেন। তিনি নির্বাচনকে ঘিরে গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিটিআরসি ও এজেন্সির সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা জোরদারে গৃহীত পদক্ষেপের কথা জানান এবং সেক্টরাল সার্ট গঠনের উদ্যোগের প্রশংসা করেন। ২০২৫ সালের ২৬ আগস্ট গঠিত ২৫ সদস্যের এই কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা।

Card image

Related Memes

logo
No data found yet!