মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি জানায়, ‘নট টু ল্যান্ড’ নীতির আওতায় এসব যাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর দায়িত্ব সংশ্লিষ্ট এয়ারলাইনের। ফেরত পাঠানোদের মধ্যে রয়েছে পাকিস্তানি, ইন্দোনেশীয়, ভারতীয়, সিরীয় ও ভিয়েতনামিরাও। মালয়েশিয়াকে অবৈধ অভিবাসনের ট্রানজিট হাব বানাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে ১১ জুলাইও ৯৬ বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়া হয়।