খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও প্রোভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম অবশেষে পদত্যাগ করেছেন। বুধবার রাতে তারা শিক্ষা মন্ত্রণালয়ে এ পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, ভিসি-প্রোভিসির অব্যাহতি প্রক্রিয়া শুরু করেছে সরকার। দাবি পূরণ হওয়াতে শিক্ষার্থীরা এরপরই দীর্ঘ সময়ের অনশন ভাঙেন। অনশনে বেশ কজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। এর আগে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করে বিশ্ববিদ্যালয়। তবে তাদের বিরুদ্ধে বহিরাগত এক ব্যক্তির মামলা এখনো রয়ে গেছে।