Web Analytics

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে দীর্ঘদিনের পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া বিবৃতিতে তিনি বলেন, মেক্সিকো যুক্তরাষ্ট্রকে নির্ধারিত পরিমাণ পানি সরবরাহ না করায় টেক্সাসের কৃষি ও পশুপালন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

ট্রাম্প দাবি করেন, গত পাঁচ বছরে মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছে ৮ লাখ একর-ফুটেরও বেশি পানি বকেয়া রেখেছে, যদিও যুক্তরাষ্ট্র বারবার তাগাদা দিয়েছে। তিনি ৩১ ডিসেম্বরের মধ্যে অন্তত ৭ লাখ একর-ফুট পানি ছাড়ার নির্দেশ দেন এবং বাকি অংশ দ্রুত পরিশোধের আহ্বান জানান।

ট্রাম্প আরও জানান, মেক্সিকো অবিলম্বে ব্যবস্থা না নিলে তিনি ইতোমধ্যে অনুমোদিত নথি অনুযায়ী ৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এই হুমকি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন করে উত্তেজিত করতে পারে এবং আসন্ন মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!