Web Analytics

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সারাদেশের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণাধীন আবাসিক ভবন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ ১৫ বছর দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি, এবার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তিনি জানান, সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে জুলাই সনদ নিয়ে জনগণ মতামত প্রকাশ করবে। তার মতে, দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না, যদিও কিছু মানুষ অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে। এ সময় মাদারীপুর জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!