বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ তরুণদের রক্তের বিনিময়ে যে স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠেছে, তা বাস্তবায়ন করাই এখন জাতির দায়িত্ব। শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি জানান, ১৪ বছর মিথ্যা মামলায় ফাঁসির আসামি হিসেবে কারাভোগের পর তিনি মুক্ত হয়েছেন। শহীদদের আত্মত্যাগের কারণেই এই মুক্তি সম্ভব হয়েছে। তবে এখনও অর্থবহ পরিবর্তন না আসায় তিনি গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য ঐক্যমতের ভিত্তিতে আন্দোলনের আহ্বান জানান। আওয়ামী আমলের জুলুম-নির্যাতনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আপস নয়, সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি নিতে হবে।