Web Analytics

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে এ ঘটনা ঘটে এবং ওই দিন রাতেই রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাজ্জাত হোসাইন, পরশ আলী শেখ ওরফে শান্ত, জনি শেখ, তৌফিক আহম্মেদ তাহিম ও মো. মুনজিল শেখ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ আদালতে হাজিরা দিতে গেলে তার কয়েকজন অনুসারী আদালত চত্বরে স্লোগান দিয়ে তার মুক্তির দাবি জানান। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আদালত এলাকায় কিছু যুবক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন এবং তদন্তের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!