ঋণখেলাপি, দ্বৈত নাগরিক এবং জাতীয় পার্টিসহ ১৪ দলকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে মঙ্গলবার ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য। সোমবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্লাবন তারিক এ কর্মসূচি ঘোষণা করেন। সংগঠক ইসরাফিল ফরাজী অভিযোগ করেন, নির্বাচন কমিশন আইন লঙ্ঘন করে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হিসেবে বৈধতা দিয়েছে। তিনি জানান, অন্তত ৪৫ জন ঋণখেলাপি প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন, যদিও ৬৮ জন বাদ পড়েছেন।
ইসরাফিল ফরাজী আরও বলেন, জাতীয় পার্টি ও ১৪ দলকে অযোগ্য ঘোষণার দাবিতে জুলাই ঐক্য দুই মাস ধরে আন্দোলন করছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন গণহত্যায় জড়িতদের আশ্রয় দিচ্ছে। সংগঠনটি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানায় এবং রাজধানীতে সংগঠনের নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে। তারা সতর্ক করে দেয়, নির্বাচনে বিশৃঙ্খলা হলে এর দায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জয়নাল আবেদিন শিশির ও মুন্সি বুরহান মাহমুদ।