১ অক্টোবর দিবাগত রাতে গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তিনি জানান, নৌবহর বর্তমানে খোলা সাগরে রয়েছে এবং আলমা নামের জাহাজে আক্রমণের সংবাদ এসেছে; কিছুক্ষণের মধ্যে ওই এলাকার সিগনাল বন্ধ হয়ে গেছে। সব জাহাজ একত্রিত হয়েছে এবং ক্রুদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। আলমা চলমান অবস্থায় ছিল, আর তাদের জাহাজটি বৃহত্তম ও নৌবহরের পশ্চাদ্ভাগে থাকায় কোনও আক্রমণ তাদেরকেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সন্ধ্যায় সাগর উত্তপ্ত ও ঝড়ো হওয়ায় বজ্রপাতসহ পরিস্থিতি খারাপ হয়ে যায়; তারা পশ্চাদ্ভাগে থাকা সত্ত্বেও দ্রুত অগ্রসর হওয়ার চেষ্টা করছে। শহিদুল আলম অভিযোগ করেছেন যে হামলা করে তাদেরকে থামানোর চেষ্টা করা হচ্ছে; তিনি সবাইকে তৎপরভাবে তাদের নিজ দেশের কর্তৃপক্ষকে জানানোর এবং ফ্লোটিলার প্রতি সংহতি ব্যক্ত করার আহ্বান জানিয়েছেন এবং বলেন যে তাকে পাঠানো বার্তাগুলো তিনি পৌঁছে দেবেন।