১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের স্মরণে বিএনপি দেশজুড়ে ৮ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে তার সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা, দোয়া ও দরিদ্রদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়ার ভূমিকা তুলে ধরেন। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার প্রথমবারের মতো পূর্ণ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।