অস্ট্রেলিয়ায় শুক্রবার পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে অফ স্পিনার শোয়েব বশিরের সঙ্গে চারজন ফ্রন্টলাইন পেসারকে রাখা হয়েছে, যা উইকেটের গতি সহায়ক অবস্থার কথা মাথায় রেখে গঠিত। ইনজুরি থেকে সেরে ওঠা মার্ক উড নেটে ফিটনেস প্রমাণ করায় তাকে রাখা হয়েছে, যদিও জশ টাংকে বাদ দেওয়া হয়েছে। ব্রাইডন কার্স দলে সুযোগ পেয়েছেন এবং জ্যাকব বেথেল বাদ পড়ায় তিন নম্বরে খেলবেন অলি পোপ। ইংল্যান্ডের পেস আক্রমণে থাকবেন কার্স, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও উড। বেন স্টোকসের নেতৃত্বে দলটি অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয়ে অ্যাশেজে ভালো সূচনা করতে চায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।