Web Analytics

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে ঢাবি অধিভুক্ত অনার্সের চলমান সকল শিক্ষাবর্ষের অন্তভূ্ক্তসহ ৩ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীদের একাংশ। এক বিবৃতিতে বলা হয়, আজ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যখন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া প্রকাশ করা হলো, আমরা আশায় বুক বেঁধেছিলাম। অত্যন্ত দুঃখ, ক্ষোভ এবং তীব্র হতাশার সঙ্গে আমাদের বলতে হচ্ছে, প্রকাশিত এই খসড়া অধ্যাদেশ আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবহেলা, অব্যবস্থাপনা, পরিচয় সংকটে এবং সেশনজটের অভিশাপ থেকে মুক্তি পেতে রাজপথে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন, সেই চলমান সেশনগুলোকেই এই খসড়া অধ্যাদেশে ঢাবির অধীনে রেখে দেয়া হয়েছে। তাদের দাবিগুলো হলো, চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের কোনো শর্ত ছাড়া আত্তীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে গণ্য করে অধ্যাদেশ জারি করতে হবে। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করতে হবে। অধ্যাদেশ জারির ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।