ঈদ উপলক্ষে টানা ৯ দিনের ছুটি থাকলেও দেশের অর্থনীতি স্থবির হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা বৈঠকের পর সচিবালয়ে তিনি জানান, উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য ঢাকায় থাকবেন। কিছু সচিব বিদেশে গেলেও সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হবে না, কারণ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দূরবর্তীভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। দীর্ঘ ছুটির কারণে অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা দূর করতেই তিনি এই বক্তব্য দিয়েছেন।