বুধবার এক অভিযানে মালয়েশিয়ার জোহর রাজ্যে ১১ বাংলাদেশিসহ ৭৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বৈধ পারমিট ছাড়াই কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর পান্ডান পাইকারী বাজারের আশপাশে প্রথম অভিযান চালানো হয়। অভিযানে ২০টি প্রাঙ্গণ পরিদর্শন ও ৬৬ জন ব্যক্তিকে তল্লাশি করে ৩৫ জন বিদেশিকে আটক করা হয়েছে। বুধবার রাতে বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অভিযানে নয়টি দোকানঘর প্রাঙ্গণ পরিদর্শন করা হয়। এতে মোট ৬৪ জন বিদেশিকে তল্লাশি করে ৪০ জনকে তদন্তের জন্য আটক করা হয়েছে।