৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী ও জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। পলক বলেন, আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে শিরিন শারমিন এখনো পলাতক, দেশে আছেন নাকি বিদেশে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না!