Web Analytics

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইউনূস বলেন, এই হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় অস্তিত্বের ওপর আঘাত। তিনি জানান, হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, ষড়যন্ত্রকারীরা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড়া হবে না। ইউনূস জনগণকে সংযম বজায় রাখতে, গুজবে কান না দিতে এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভাষণে তিনি জোর দিয়ে বলেন, ভয় বা সন্ত্রাসের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

Card image

Related Memes

logo
No data found yet!