রোববার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যাতে একজনের মৃত্যু হয়েছে। রাত ১টা ৪৫ মিনিটে বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে ইয়ালামঞ্চিলিতে ট্রেনটির দুটি বগিতে আগুন লাগে। ওই দুই বগিতে ১৫৮ জন যাত্রী ছিলেন। আগুন নেভানোর পর একজনের লাশ উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত দুটি কোচ ট্রেন থেকে আলাদা করে ফেলা হয় এবং যাত্রীদের জন্য অন্য স্টেশনে নতুন কামরা সংযোজন করা হয়। পুলিশ জানায়, আগুন লাগার কারণ অনুসন্ধানে দুটি ফরেনসিক দল কাজ করছে।
এই দুর্ঘটনার কারণে বিজওয়াড়া ও বিশাখাপত্তনম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়, তবে রেলকর্মীরা দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন।