গাজা যুদ্ধবিরতির অধীনে চলমান বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইসরাইল শনিবার ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, বিনিময়ে হামাস তিন ইসরাইলি জিম্মিকে ছাড়বে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৬ জন আজীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৩৩৩ জন ৭ অক্টোবরের পর আটক হয়। বন্দি বিনিময় প্রক্রিয়াটি মিশর ও কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হচ্ছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে হামাস ২১ জন জিম্মিকে মুক্ত করেছে, আর ইসরাইল ৫৬৬ ফিলিস্তিনিকে ছেড়েছে। সংঘাতে এখন পর্যন্ত ৪৮,৫০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।