ইয়েমেনের সানায় একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় ইরান-সমর্থিত হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন বলে আল-জুমহুরিয়া টেলিভিশন শনিবার জানিয়েছে। আদেন আল-গাদ পত্রিকা জানায়, রাহাভির সঙ্গে তার বেশ কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন। এ হামলাটি হুথি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ প্রায় ১০ জন শীর্ষ মন্ত্রীর ওপর চালানো আক্রমণের বাইরে আলাদা অভিযান। ওই বৈঠকে হুথি নেতা আবদুল মালিক আল-হুথির ভাষণ শোনার কথা ছিল। সেই হামলার ফলাফল এখনো পরিষ্কার নয়। আরব গণমাধ্যমগুলো জানায়, সানায় প্রায় ১০ দফা হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হুথি সরকারের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। ইসরাইল জানায়, সেনারা সানায় হুথিদের শাসন ও সামরিক কাঠামোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। নেতানিয়াহু নিরাপদ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অভিযান অনুসরণ করেন। এর আগে কাটজ সতর্ক করে বলেন, ‘অন্ধকারের পর আঘাত আসে প্রথম সন্তানদের ওপর। যে কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত তুলবে, তার হাত কেটে ফেলা হবে।’