সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সিলটি পাঞ্চায়িত’-এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের দাবি জানান। সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলেট ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনায় অনন্য, কিন্তু দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হয়েছে। বক্তারা সিলেটের সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সিলেটবাসী আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।