খেলাফত মজলিস এক বিবৃতিতে বলেছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের সঙ্গে বৈঠকে ‘সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রমজানের আগে, এমনকি আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে’ বলে যে অভিমত দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। বিশেষ করে মৌলিক সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি ফেব্রুয়ারির মধ্যে হওয়া প্রয়োজন—এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত সময়োপযোগী ও গঠনমূলক। আরো বলেছে, এই ঘোষণা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করতে সহায়ক হবে বলে আমরা মনে করি।