Web Analytics

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রুসহ একটি ফেরি সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ভোরে ডুবে যায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফিলিপাইন কোস্টগার্ডের ডুবুরিরা ১৩৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছেন, যাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাগ্রস্ত ফেরি ‘ত্রিশা কেরস্টিন ৩’ জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল।

বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং কোস্টগার্ডের স্থানীয় শাখা উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র রোনালিন পেরেজ জানিয়েছেন, যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধার তৎপরতা জোরদার করা হচ্ছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রশাসন তদন্তের পাশাপাশি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

Card image

Related Memes

logo
No data found yet!