জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে দৃষ্টিশক্তি হারান শত শত আন্দোলনকারী। তাদের অনেককে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। কিন্তু একজনেরও পরিপূর্ণ দৃষ্টিশক্তি ফেরেনি। জুলাই যোদ্ধাদের দাবি, ৯ মাস পার হয়ে গেলেও আহতদের উন্নত চিকিৎসায় তেমন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অনেকেই তাদের দৃষ্টিশক্তি পুরোপুরি হারাতে বসেছেন। ইতোমধ্যে অনেকের চোখ তুলে ফেলা হয়েছে। এইরকম পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশায় রোববার হাসপাতালেই চার জুলাইবীর বিষপান করেন। এরা হলেন-আলী হামজা শিমুল (১৯), মো. সাগর (১৮), আখতার হোসেন (আবু তাহের) (২২) ও মারুফ আহমেদ (২১)। তারা এখন চিকিৎসাধীন! জানা গেছে, আরো তিন জন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরে চারজনের ব্যাপারে জানাজানি হলে বিরত থেকেছেন।