Web Analytics

বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি পুরোনো ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ২০১৩ সালের এই কথোপকথনে খালেদা জিয়াকে শোনা যায়, তিনি গোলাম আকবর খোন্দকারকে নির্দেশ দিচ্ছেন যেন খসরু ডা. শাহাদাত হোসেনের দায়িত্বপ্রাপ্ত কাজে কোনো বাধা না দেন, অন্যথায় তাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হবে।

গোলাম আকবর খোন্দকার অডিওটির সত্যতা নিশ্চিত করে জানান, এটি ২০১৩ সালের একটি ঘটনা, যখন চট্টগ্রাম মহানগর বিএনপির মধ্যে আন্দোলন–সংক্রান্ত পরিকল্পনা নিয়ে তীব্র মতভেদ ছিল। সে সময় আমির খসরু মহানগর আহ্বায়ক এবং আকবর খোন্দকার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। ঘটনাটি একটি সভা বা বিক্ষোভ আয়োজনকে কেন্দ্র করে ঘটে, যেখানে খসরু ওই কর্মসূচির বিরোধিতা করেছিলেন।

আমির খসরুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বা বার্তার উত্তর দেননি। বিএনপির কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি, তবে কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, পুরোনো এই অডিওর হঠাৎ প্রচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!