বিবিসিতে তীব্র বিতর্কের পর মহাপরিচালক টিম ডেভি ও সংবাদপ্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন। দ্য টেলিগ্রাফ-এর ফাঁস করা নথিতে দেখা যায়, বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের ভাষণের দুটি অংশ জোড়া দিয়ে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে মনে হয় তিনি সহিংসতার আহ্বান জানিয়েছেন। এ ঘটনা বিবিসির নিরপেক্ষতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ট্রাম্প পদত্যাগকে “ন্যায়সঙ্গত” বলেছেন। বিবিসি চেয়ারম্যান সামির শাহ ঘটনাটিকে “দুঃখজনক” বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকরা একে “অগ্রহণযোগ্য ভুল” বলে আখ্যা দিয়েছেন। দুই দশক ধরে বিবিসিতে থাকা টিম ডেভি জানান, নতুন নেতৃত্বের জন্যই তিনি পদত্যাগ করছেন। এখন বিবিসি বোর্ডের সামনে প্রধান চ্যালেঞ্জ—নতুন মহাপরিচালক নিয়োগ ও প্রতিষ্ঠানটির সুনাম পুনরুদ্ধার।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।