ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের রবিউল (২৮) আজাদ হোসেন (২৬)। তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘রবিউল ও আজাদসহ তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ১৫০ থেকে ২০০ গজ অভ্যন্তরে থাকা অবস্থায় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’