রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার সকালে আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন। হামলাটি আঞ্চলিক রাজধানীর বন্দরে নোঙর করা একটি পণ্যবাহী জাহাজে আঘাত হানে, এতে আগুন ধরে যায় এবং দুই নাবিক নিহত ও তিনজন আহত হন। কাছাকাছি বাতাইস্ক শহরে এক বেসামরিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হন। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা বাড়িয়েছে, যার লক্ষ্য মূলত জ্বালানি ও লজিস্টিক অবকাঠামো। রুশ কর্মকর্তারা দাবি করছেন, প্রায় প্রতি রাতে ডজনের বেশি ড্রোন প্রতিহত করা হচ্ছে। কিয়েভও কৃষ্ণসাগরে রুশ তেলবাহী জাহাজ ও নোভোরোসিস্ক বন্দরে হামলার দায় স্বীকার করেছে, যা রাশিয়ার তেল রপ্তানিতে সাময়িক বিঘ্ন ঘটায়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি উদ্যোগ চললেও যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত নেই। তুরস্ক সতর্ক করেছে, কৃষ্ণসাগরে এ ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে।