সিডনি টেস্টের চতুর্থ দিন শেষে জ্যাকব বেথেলের সেঞ্চুরিতেও বিপদে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তারা ৩০২ রানে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করেছে, লিড মাত্র ১১৩ রান। বেথেল ১৪২ রানে অপরাজিত থেকে ম্যাথু পটসের সঙ্গে ক্রিজে আছেন। ভালো সূচনা সত্ত্বেও ব্যাটিং ধসের কারণে ইংল্যান্ড এখন হারের মুখে, হাতে আছে মাত্র দুই উইকেট।
দিনের শুরুতে ইংল্যান্ডের বোলাররা অস্ট্রেলিয়াকে ৫৬৭ রানে অলআউট করে। প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করলেও ৫২তম ওভারে হ্যারি ব্রুক ও উইল জ্যাকস দ্রুত আউট হলে পতন শুরু হয়। শেষ পাঁচ উইকেট তারা হারায় মাত্র ৮৩ রানে। বেথেল বেন ডাকেট ও ব্রুকের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়লেও অন্য কেউ তাকে সহায়তা করতে পারেননি।
আগামীকাল পঞ্চম দিনে ইংল্যান্ডের শেষ দুই উইকেট দ্রুত পড়ে গেলে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।