যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গোপালগঞ্জে ঘটে যাওয়া হামলা দুঃখজনক হলেও আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে সবাইকে নিরাপদে সরিয়ে আনতে পেরেছে। অপরাধীরা গ্রেফতার হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, সভা-সমাবেশ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নৌকা প্রতীক নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এটি জনগণের ভোটাধিকার হরণের প্রতীক এবং জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।