শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশস্থল ও আশপাশ থেকে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। উপস্থিত লোকজন তাদেরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। আটকরা হলেন- মো. এনামুল হোসেন, আলম, মনিরুজ্জামান, মামুন, জাকির হোসেন ও রাসেল। এ নিয়ে শাহবাগ থানার ওসি বলেন, পাঁচজন ছিনতাইকারীকে আটক করা হয়। সমাবেশের বিভিন্ন স্থান থেকে তাদের ধরে পুলিশে দিয়েছে জনতা। এদের মধ্যে কয়েকজন সমাবেশে আসাদের পকেট মারতে গিয়ে ধরা পড়েছে।