বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোকে নিয়ে পরিচালিত জনপ্রিয়তা জরিপের নৈতিকতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। বুধবার (১০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, এই ধরনের জরিপ নিরপেক্ষ গবেষণার অংশ নয়, বরং অতীতের দমন-পীড়ন ও গণহত্যার ইতিহাস আড়াল করার প্রচেষ্টা হতে পারে।
তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে বিরোধী রাজনৈতিক সমাবেশে হামলা, হতাহত ও ভয়ভিত্তিক শাসন ছিল স্বাভাবিক ঘটনা। তার মতে, শেখ হাসিনার সরকার জনগণের ভয়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। তিনি বলেন, নতুন প্রজন্ম সেই ভয় উপেক্ষা করে রাস্তায় নামায় সরকার বুঝতে পারে—গণহত্যা দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না।
শফিকুল আলমের মতে, জবাবদিহি ছাড়া কোনো রাজনৈতিক স্বাভাবিকীকরণ সম্ভব নয়। আওয়ামী লীগকে আইনের মুখোমুখি হয়ে অতীত স্বীকার করতে হবে এবং সত্য প্রকাশ করতে হবে, তবেই ভবিষ্যতে রাজনৈতিক জরিপ অর্থবহ হতে পারে।